আমাদের কথা খুঁজে নিন

   

ফুল নয় অবহেলার

কলপনার মাঝে ভেসে আছি

ফুলকে কেউ কর না অবহেলা ফুল যে বুঝে মনের সব জ্বালা ফুল যে বুঝে মনের চাওয়া-পাওয়া ফুল দিয়েই যে প্রকাশ পায় কারও ভালবাসা প্রকাশ পায় শহীদদের প্রতি মমতা ললনারা ফুল দিয়ে বানায় খোপা আর মানবের হাতে পায় যে ফুল শোভা ফুল দিয়ে ঘর যে হয় সাজানো কারওঘরের ফুল আবার থাকে টবে বসানো গায়ে হলুদেই নারী পড়ে ফুলের গয়না কেউ আবার বসে থাকে হাতে নিয়ে মালা ফুল দিয়েই শেষ করা হয় পুরস্কারের পালা আর কারও নাম ফুলের নামে হয় যে রাখা ফুল দেখে কেউ দিও না হাসি বাকা ফুল দেখে হয় যদি খারাপ মনটা তবে একটু ভেবো দেখ উপরের সবকটা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।