আমাদের কথা খুঁজে নিন

   

কে এস মান্নাই ভার্চুয়াল প্রভার স্রষ্টা



ব্লগ সাইট ওপেন করতেই হোঁচট খেলাম। কে এস মান্না তার প্রথম আলো স্টাইলে অনুসন্ধান চালিয়ে বের করেছেন প্রভা ও খুশবু ভাচর্ুয়াল ক্যারেক্টার। সহজ করে বললে মিথিলার মতো। অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। এই দু'জনকে ভাচর্ুয়াল ক্যারেক্টার বলতে আমার কোনো সমস্যা নেই।

তবে সমস্যা হলো, আমি আসলে বের করতে চাই, কে ভাচর্ুয়াল ক্যারেক্টারের স্রষ্টা। সেটি করতে গিয়ে অনুসন্ধান চালিয়ে আমি পেয়েছি যে কে এস মান্নাই প্রভা নামের ভাচর্ুয়াল ক্যারেক্টারটির স্রষ্টা। এখন হিট বাড়াতে তা প্রকাশ করার ফন্দি এঁটেছেন সম্ভবতঃ। এর প্রমাণ অনেকেই চাইতে পারেন। আমি কিছু না বলে শুধু নোটিশ বোর্ডকে বলবো, আপনারা আইপি চেক করলেই আমার কথার সত্যতা বুঝতে পারবেন।

আর এখানে আরেকটা ছবি দিলাম। দেখুন, কীভাবে মান্না তার ভাচর্ুয়াল ক্যারেক্টারকে দিয়ে নিজের পোস্টেই নিজে মন্তব্য করায়! খুশবুর ব্যাপারেও তথ্য আছে। সময়মতো হাজির করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।