আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রচারীর ডিজিটাল অভিজ্ঞতা

ব্যাক টু দ্য প্যাভিলিয়ন একাডেমিতে ছিলাম তখন ।জরুরি প্রয়োজনে আমার এক সিনিয়র স্যার একটা সার্টিফিকেট স্ক্যান করে মেইল করতে বললেন । কাছে কোথাও স্ক্যানার না থাকায় একাডেমি থেকে কিছুটা দুরে সেন্টারের ( চট্টগ্রাম জেলার আনোয়ারার একটি জায়গা ) দিকে গেলাম ।বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করেও কোন সাইবার ক্যাফে খুঁজে পেলাম না একটু পর একটা ডিজিটাল দোকান খুঁজে পেলাম দোকানের বাইরে সাইনবোর্ডে লেখা এখানে ফটো থেকে ফটো ,স্ক্যান ,দেশ-বিদেশে ই-মেইল করা হয় । দোকানে গিয়ে বললাম ' ভাই, এই সার্টিফিকেট টা স্ক্যান কইরা মেইল করা লাগবে ।' দোকানদার কইল , ই-মেইল কই করবেন ? দেশে না বিদেশে ? শুইনাই তো টাস্কি খাইলাম কইলাম' ভাই বিদেশে আলাদা রেট নাকি ? ' - হুম,বিদেশে করলে একটু বেশি .... -তা ভাই, কত নিবেন ? দোকানী কিছুক্ষণ হিসেব কইরা কইল ১৬০ টাকা দিয়েন । কিসু কইলাম না , খালি একটা সালাম দিয়া চইল্যা আসলাম হায়রে আমার ডিজিটাল দেশ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।