কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
!@@!450619 !@@!450620
স্বপ্নের সিঁড়ি বেয়ে (ধারাবাহিক সত্য ঘটনাবলী)
=============================
মনের ভাবনারা কতদিকেই তো ডালপালা মেলে, জীবনের বিভিন্ন প্রান্তে-সীমান্তে তাদের স্বরূপ-রঙরূপ হয়ে থাকে ভিন্ন থেকে বহুতর। তেমনি ব্যাপার তো আট কেলাসের রঙিন দিনগুলিতেও হতে পারে, তাই না? আরো খুলে বলতে হবে? মানে কাউকে ভাল লাগা, জীবনের জন্য চাওয়া; এইসবই তো বলতে চাইছিলাম। অবশ্য কোন কোন কবি-সাহিত্যিক যেমন তাদের ছেলেবেলার এই ভাললাগাকে প্রকাশ করেন- অপ্রাপ্ত বয়সী আবেগের সাথে; তা নিয়ে না হয় চুপই থাকি এখন।
তো যখন তাদের সুখের সংসারে দু'টো বাবু এলো, (আমি সবসময় তাদের সুখী দাম্পত্য জীবন ও বাবুদের জন্য দো'আ করি; কারণ ওরা যে একদা মনে ঠাঁই করে নিয়েছিল অজান্তেই) তখন একদিন দেখি দুঃস্বপ্ন; বাবুদের বাবার এক্সিডেন্ট, রক্তাক্ত জামা, সাদা শাড়ী এবং কিছু কান্নার গুমরিত ধ্বনি। ঘুম ভেঙ্গে যায়; মনটা দারুনভাবে মুচড়ে উঠে, নিজের প্রতি ধিক্কার উঠে আসে আপনাতেই, কি স্বপ্ন দেখ্ছি আমি, কি স্বার্থপর আমি! কিন্তু আমার কি হাত আছে স্বপ্নার্জনে? আমি তো সেখানে একান্ত বাধ্যগত দর্শক মাত্র।
কষ্টিত মন আর ধিকৃত বেদনা নিয়ে পোহায়ে দিলাম রাত, দিনের সূর্য যখন এতটা উঠলো যে, বন্ধুকে ফোনে পাওয়া যাবে; তখন চাপলাম পরিচিত কিছু ফোন-কী; ওদের শহরের বন্ধু।
-হ্যালো!
-'শুনিস্ নি?', ওপাশের কথা শুনে আমার রীতিমত রক্ত হীম।
-'কি!'
-'.... ভাই এক্সিডেন্ট করেছে!'
-'কি বললি!!'
-'হাঁ, এখন হাসপাতালে আছে। ', -যেন জীবনে জীবন ফিরে এল; স্বপ্ন পুরোপুরি সত্যি হয়নি অন্ততঃ।
-'কিভাবে, কোথায়, যখম কতটুকু,,,,(ইত্যাদি ইত্যাদি প্রশ্নমালা একসাথে)'।
-'আঘাত পেয়েছে, দু'একদিনেই ছাড়া পাবে আশা করি, তবে গাড়ী পুরো পেপসীর ডিব্বা হয়ে গেছে'।
-'রাখ তোর গাড়ী, বেচারা জানে বাঁচলো, এই তো অনেক পাওয়া হলো'।
আমি তখনো কেঁপে কেঁপে উঠছি স্বপ্নের রক্তরঙিন জামা কল্পনায় দেখে, অশ্রু, সাদা শাড়ী, মৃতু্য, বিরহ, বেদনা, বিদায়... ইত্যাদিতে।
বাস্তবের জেগে থাকা স্বপ্নগুলো চৈত্রীয় ঝড়ো হাওয়ায় আমের মুকুলের মত ঝরে গেলেও ঘুমঘোরের স্বপ্নমালার অনেকগুলোই অনেকাংশে জীবনের আনাচে কানাচে সত্য হয়েই চল্ছে, এবং আজো। কিন্তু তাই বলে কি জীবনকে ছুঁড়ে দিতে হবে কালের আস্তাকুঁড়ে? ধ্বংস করে দিতে হবে আরেকটি সুখের সংসার? আমি সুখী হতে পারিনি বলে ভেঙ্গে চুরমার করে দিতে হবে পৃথিবীর সুখরাজি? না, এমন অজ্ঞজনোচিত ব্যাধিময় বিবেক দেননি বলে প্রভুর সকাশে জীবনময় আন্তরিক সিজ্দা এবং প্রশংসা বাণী- "আলহামদুলিল্লাহ্"।
জীবনের স্বপ্ন পূরণের জন্য চাই সাধনা, অন্যথায় চাই ধৈর্য্য; চরম ধৈর্য্য। ভালবাসার অর্থ সর্বদাই যে কাছে পাওয়া হতে হবে; তা বিশ্বাস করি না এবং সমস্তটুকু এক বিন্দুতে, তাও আবার কোন মানব-মানবীতেই সীমাবদ্ধ হবে; তাও বিশ্বাস করি না। সবটুকু ভালবাসা তো হতে হবে পরম প্রিয় প্রভুর জন্য; বরং তাঁর সম্পর্কভিত্তিক ভালবাসার বিভাজন তথা তাঁর দিকনির্দেশিত জগতে ভালবাসার আবর্তন ঘটানোতেই অতীত-বর্তমান-ভষ্যিতের সুখ-সাফল্য-শান্তি নিহিত; হায়, যদি আমরা বুঝতে পারতাম; যদি পারতাম!
৩০.০১.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
(((চলুক না আরো কিছুদূর)))
ছবির জন্য !@@!451042 যেখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।