আমার এলোমেলো ভাবনা গুলো বড্ড বেসামাল
জীবনে কিসের প্রয়োজন সর্বাধিক? টাকা-পয়সা, সুখ-শান্তি, বাড়ি-গাড়ী; নাকি সুন্দর বৌ (হাজবেন্ড)। কোনটির?
ডেল কার্নেগী অবশ্য বলেছেন- সুন্দর জীবন, খাদ্য ও ঘুম, অর্থ-প্রতিপত্তি, ভালো জীবন সঙ্গী ইত্যাদি জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয়।
অনেেেকই বলবেন ইহলৌকিক সুখের জন্য যা যা দরকার তা সবই সর্বাধিক প্রয়োজনীয়। কারও কাছে পারলৌকিক কল্যাণই মুখ্য।
আমার কাছে কিন্তুু ছবির জিনিসটি সর্বাধিক প্রয়োজনীয় মনে হয়।
মাঝে মাঝে মনে হয়- তুমি ছাড়া সবই ফাঁকা...
এই ধরুন, বন্ধুর ম্যারেজ পার্টিতে জম্পেস আড্ডা মেরে বাসায় ফিললেন। কিন্তু বাসায় আসতেই...। ওদিকে বেঁধেছে জট। তো...
আবার ধরুন, চলতি পথে লুজ মোশন হয়ে গেল। তখন...
তাছাড়া, গোপাল ভাঁড়ের সেই ঐতিহাসিক গল্পের কথা মনে নেই।
কিসে তিনি সবচেয়ে বেশি সুখানুভব করেছিলেন?
যেভাবেই বলুন না কেন, জীবনে ঐ জিনিসটির প্রয়োজন কিন্তু সবচেয়ে বেশি। আজ স্বীকার না করলেও যেদিন থেকবেন সেদিন কিন্তু বুঝবেন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।