www.nahidlink.com
আমার প্রথম ভালোবাসা অর্পন করলাম তোমাকে। যত্ন করে রেখো, কোন কৃত্রিমতা যেন,তাকে স্পর্শ না করে। যে ভালোবাসা সংগ্রাম শেখায় না,ত্যাগ শেখায় না, প্রেরণা যোগায় না চলার পথে কৃত্রিম আ অতি ক্ষুদ্রসে ভালোবাসা। যদি ভালোবাস আমায়। তবে নিজের হীন স্বার্থে কেন? আমি পরিহার করবো তোমার সেই ভালোবাসা।
আর ভালোবাসা মানুষকে ঘিরে, তোমার ভালোবাসা আামকে ঘিরে, এসো দু'জনের এই ভালোবাসা বিলিয়ে দেই দেশ-জাতির বৃহত্তর স্বার্থে, ভালোবাসা যদি দেশ, জাতি ও মানুষের কলান্যে অতিক্রম না করবে,তবে কী প্রয়োজন এই ভালোবাসার,তোমার সাথে আমার ভালোবাসা হবে রাজপথের উত্তপ্ত শ্লোগানে,নির্জন স্থানে নয়। নয় কোনো লোকালয় ছেড়ে। তোমার আমার ভালোবাসা ভাগের নয় হবে ত্যাগের। ভালোবাসা শুধু ফুল আর চিরকুট দেওয়া নেওয়া নয়। ভালোবাসা ভালো লাগা মানুষের রুচিবোধের বহিঃপ্রকাশ, পৃথিবীর সর্বোচ্চ সৌন্দর্য, কালের প্রবাহে অতীতের পরিচিতি।
তাই ভালোবাসা হউক বিশ্বকে জয় করার একমাত্র পাথেয়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।