ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা
মৃতু্যর পরে এই পৃথিবীর বা জীবনের কোনো স্মৃতি কি আমার থাকবে? না থাকলে তা হবে বড়ো দুঃখের। এই যে একটি জীবন আমি যাপন করে গেলাম, কী মানে হবে তার? আর যদি স্মৃতি থাকে, তা-ও কি দুঃখের হবে না? তখন কি মনে হবে না, কী সুন্দর ছিলো ফেলে আসা বিগত জীবন! তখন কি দীর্ঘশ্বাস থাকবে? সুখের স্মৃতিতে হয়তো আনন্দিত হবো, পুলকিত হবো। তবু মনে হবে, আর কোনো নতুন স্মৃতি তো আর তৈরি হবে না। সব শেষ!
কী মানে হলো এই জীবনের যদি মৃতু্যই শেষ কথা, অমোঘ ও অভ্রান্ত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।