আমাদের কথা খুঁজে নিন

   

দেশ তো ভালই চলছে...........

ৃমৃপ তহুজ

ভেবেছিলাম রাজনৈতিক কোনো কথা বলব না। কিন্তু না বলে আর পারছি না। দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটা নিয়ে এত কথা বলার কি আছে?? দেশ তো ভালই চলছে। আজ রাস্তায় বের হলে সময় মত ইউনিভার্সিটি পৌছানো যায়, রাস্তা গুলো তে ঠিক মত হাটা চলা করা যায়, নেই কোনো মিছিল নেই কোনো অবরোধ, পলটন জিরো পয়েন্টে নেই কোনো হানাহানি, দেশের ব্যবসা বানিজ্য ভালো হচ্ছে ইত্যাদি..... তাহলে কেনো আজকে জরুরি অবস্থা নিয়ে এত কথা?? কেন আজ রাষ্ট্রপতি ড: ইয়াজদ্দিন আহমেদ কে এখন ও শুনতে হচ্ছে শুধুইয়াজদ্দিন ?? আমরা একটা Developing Countryতে বাস করি। আমাদের সবসময় সামনের দিকে ভাবা উচিৎ। বিগত সকল সরকার দেখা গেছে শুধু নিজেদের নিয়ে ভেবেছে কেউ দেশ নেয়ে ভাবেনি। আজকে যখন এই কেয়ারটেকার সরকার ভাবছে তখন এত হইচই আমরা কেনো করছি?? দেখি না ওরা কি করে?? বাঙ্গালি তো বীরের জাতি, যদি ওরা খারাপ কিছু করে তাহলে দেখা যাইবো................ কি কন আপনেরা???????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।