আমাদের কথা খুঁজে নিন

   

[রং=#000000]কিভাবে Uninstall করা যাবে?[/রং]

কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত

!@@!439373 !@@!439374.!@@!439375 এ আমি একটা লেখা পড়েছিলাম। Trial Version কে Full Version করার জন্যে একটা সফটওয়্যার আছে। !@!14636 থেকে আমি ভুলে Deep Freeze 6 ডাউনলোড না করে Anti Executive Standard টা ডাউনলোড করেছি। এখন আর Uninstall করতে পারছি না। Anti Executive Standard কাজ হলো, ইচ্ছা করলেই যেকোন সফটওয়্যার ইনস্টল করা যাবে না।

অথ্যাৎ পিসি এ্যডমিন এর অনুমতি লাগবে। তো অনেক এটাকে অনেক কষ্টে Disable করলাম। তারপর অন্য যেকোন সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করা যায়। কিন্তু তারপর আমি আবার Deep Freeze 6 ডাউনলোড করে মূল ঝামেলা পাকিয়েছি। এর কাজ হলো, পিসিতে কোন পরিবর্তন আনা হলেও তা অন্য প্রোগাম গুলোকে বুঝতে দিবে না।

যদিও রিবুট করা হয়। কারণ হচ্ছে, Trial Version গুলোকে ফাকি দেওয়া। যদিও দেখাবে ... তারিখ চেঞ্জ হচ্ছে কিন্ত ঐ Trial Version গুলো যা আছে তাই থাকবে। আবার বুঝায় ভুল হয়েছে এই যে, আমি মনে করেছি এটা শুধু Trial Version এর সফটওয়্যার গুলো Freeze করে রাখবে। কিন্তু তা নয়।

সব গুলোর প্রোগ্রাম এর উপর এর এফ্যাক্ট পরেছে... [গাঢ়]সমস্যা [/গাঢ়] হচ্ছে এই যে, পিসি Restart করার সব কিছু আগের মত করে দিচ্ছে। যা Delete করেছি তা আবার ফিরিয়ে ঠিক যাওগায় রেখে দিচ্ছে। আবার Add/Remove এ থেকে Remove করলেও তা Programs File এ ঠিকই Restart এর থেকে যাচ্ছে। সরাসির প্রোগাম ফাইল থেকেও সফটওয়্যার দুটোকে মুছতে পারছি না। অথ্যাৎ এখানে Deep Freeze 6 সফটওয়্যার কাজ করছে... এখন আমি কোন ভাবেই ঐ Anti Executive Standard & Deep Freeze 6 কোনটাই Uninstall করতে পারছি না।

কেউ কি কোন নতুন ব্যবস্থা দেখাতে পারবেন? তাদের সব নিদের্শনা দেখলাম কিন্তু কোন লাভ হয় নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।