টিভি তে এত দিন আপনার বাংলা গান দেখে হাসি তামাসা করে মজা পেয়েছি । কিন্তু আর সহ্য করতে পারলাম না যখন দেখলাম আপনি ঊদর্ূ গান গাইছেন ।
আপনি সুন্দরী আর আবেদনময়ী আর শুনেছি এটিএন বাংলার চেয়ারম্যান আপনার কিছু হন । এই সব সুবাদে আপনি আপনার ঐসব সস্তা কথা আর নিম্ন মানের গায়কী সত্তেও টিভি তে আপনার বাংলা গান প্রচার করার চান্স পেয়েছেন । কিন্তু আমার মত সঙ্গীত রসিক আর বোদ্ধারা আপনার এ কাজে টিটকারী না মেরে পারবেনা ।
কেননা গানের জগতে সৌন্দর্য্য আর আবেদনময়তার স্থান পরে, আগে গায়কী দক্ষতা । তাই বলছি দয়া করে আপনি আর আগে বাড়বেন না, এবার আপনি অফ যান ।
আপনার গ্যাতার্থে বলছি, এ উপমহাদেশে ঘিলু ছাড়া ঊদর্ূ ভাষীরাই সবচেয়ে উৎকৃষ্ট সঙ্গীতের ধারক বাহক। পেঁয়াজ খেকো এই পাকিস্তানীরাই সঙ্গীতের শুদ্ধতা সবচেয়ে বেশী মেনে চলে । কাজেই আপনি বাংলা গানে যেমন তেমন চালিয়েছেন, ঊদর্ূ গানের ধারে কাছেও আপনার যাওয়া ঠিক হইনি ।
আপনার ঐ 'একেলে না যানা ..' র টান শুনলে আমার মত সঙ্গীত পিপাসু রা একলা নয়, সবাই দৌড়ে পালাবে । আপনার আশে পাশের স্তাবকরাই নিশ্চই আপনাকে এসব ব্যাপারে উৎসাহ দেয়, তাদের কথা মনে হলে লজ্জাই লাগে । আপনিও পরে লজ্জা পাবার চেয়ে, সময় থাকতে অফ যান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।