মেমন
অনেকদিন ধরে আমার একটা কাল জামার শক ছিল.....। কিন্তু মর্াকেঠেট তেমন ভাল, পছন্দ হওয়ার মতো কাল জামা পেতাম না.........
করপানির ঈদের আগে আব্বু, আমি, আপু ও আমি একসাথে মর্াকেটে গেলাম...... অনেক ঘুরা ঘুরির পর আব্বু একটা দোকানে নিয়ে কয়েকটি জামা দেখছিল.....তার পর আমি উঠে দেখলাম একটি কাল জামা, দেখতে তাকিয়ে থাকার মতো......
অনেক রঙের চিল কিন্তু আমি কালটাই নিলাম......
আর মোঝ আচু নিল সোনালি রঙের ও বড় আপুর জন্য নিলাম জলপাই রঙের।
আমারটাই আমার কাছে সবচেয়ে ভাল লাগে......
জামাটা এখনো বানাই নি....কয়েক দিন পর কোন ভাল টেইলাসের কাছে বানাতে দিব.....।
এই জামাটি আমার প্রথম কাল জামা........।
আমি কাল জিনিস খুবই পছন্দ করি.........
আমি যখনি আব্বু সাথে কেনা কাটার জন্য বাইরে যায় আব্বু সবসময় আমাকে আমার পছন্দের জিনিস কিনে দেই.....।
আমি যাই চাই তাই কিনে দেয়...........।
এই জিনিসটা আমার আব্বুর খুব ভাল লাগে........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।