আমাদের কথা খুঁজে নিন

   

জোক: তিনজনের গল্প



তিনজন ভীষণ অসুস্থ লোক একদিন ডাক্তারের কাছে গেল চিকিৎসা করাতে। তাদের একজন ছিল এলকোহলিক , একজন চেইন স্মোকার, একজন সমকামী। ডাক্তার নিশ্চিত করে তাদের বলল, তোমাদের কেউ যদি আরেকবার অনৈতিক কাজ কর, তোমরা মারা পড়বে। তারা সবাই ডাক্তারের চেম্বার ত্যাগ করল এবং ঠিক করল তারা আর কোন অনৈতিক কাজ করবে না। বাড়ী ফেরার পথে রাস্তার পাশেই দেখল একটা বার, বারের গানবাদ্য আর আলোর ঝিকিমিকি নেশাখোরকে কিছুতেই দমাতে পারল না।

সে তার বন্ধুদের নিয়ে বারে গেল। যেই মাত্র সে হুইস্কিতে একটা চুমুক দিল, সাথে সাথে সে চেয়ার থেকে পড়ে মরে গেল। বাকী দুজন খুব ভয় পেয়ে গেল এবং বুঝল ডাক্তারের উপদেশ তাদের সিরিয়াসলি নিতে হবে। তার দুজন বাড়ির পথে হাটা দিল। রাস্তার মধ্যে দেখল একটা জলন্ত সিগারেট পরে আছে।

সমকামী চেইন স্মোকার কে বলল, যদি তুমি উবু হয়ে সিগারেট টি তোল, আমারা দুজনই মারা পরব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।