হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
বর্ষায় লিখলাম আমি কবিতা ফের জলে নামি
উড়বে যদি রাত্রিচর তবে এত কেন সান্ধ্যশূল
বিলাপে বিলাপে ঠাট্টা যে আমাদের হ্রাস্বতম গান
দীর্ঘতম ছাঁদপ্রহরে যেমন সবুজশ্বাস বৃষ্টিপবণ হাত
খৈ মাড়ানো অক্ষরকূল কম্বলদ্রোণে অশ্বতম দান
এমন ঘড়ি জাগে, রৌদ্রজল তোমার সীমানায় ও ক্ষেতপ্রবণ গান
ধানবুনি- শৈবালকূলে উচ্চতম হাসির প্রদেশ
আমাদের বণিক পাতা সন্ত্রাস হাসে যদিও মফস্বল চুল
তখনও বাড়ন্তবেণী ঝাপটায় অন্ধের গণিত ভুল
উড়ছ যদি রাত্রিচর তবে কেমন এত সান্ধ্যশূল
হসন্ত সবুজ ছিল আমাদের দাঁত অহস্তরীতি
কেমন মৎসগন্ধী বাল ঘাস কাটে হাটবার
বাড়ন্ত হতলে উড়ে মেদুরগান- সব্জির তাতার
হসন্তে হাঁস তুমি যেমন সন্ধ্যাভাঙ্গার দীর্ঘতম শ্বাস
---------------------
নভেম্বর 2004
অমিত্রাক্ষর বর্ষ 3 সংখ্যা 2 এ প্রকাশিত হয়েছিল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।