(ঐ যে কালাপাহাড় ঐখানে আমার বাড়ী ছিলো)
লেকের পানিতে কেঁপে ওঠে পাহাড়ের মৌনতা
শব্দের উৎসবে ছড়িয়ে পড়ছে ফেনা জল
ওইখানে একদিন ছিলো পাহাড়ীর বুকের ওম
আজ সব ডুবে গেছে জলের অতল।
কালো পাহাড় শুধু দাঁড়িয়ে, কালের সাক্ষী
নীরব বসে যাওয়া চোখে দেখে উদার আকাশ
ঘর ফেরা হয়না তার ঘরের অদুর
ঝিরিঝিরি হাওয়া তার এপাশ-ওপাশ।
ওইযে জলে উঁকি দেয় ঘরের সারি
ওইখানে কেউ নেই পাহাড়ের জাত
কে কারে দেয় বলো জাতের পরিচয়
বুকে বয়ে যাওয়া শুধু ক্ষতের আঘাত।
বিবর্ন দিন গোনা শুধু ব্যথার প্রহর
জলের অতল হতে আসে কিনা নতুন সমন
অনঙ্গ'র ক্রোধ কিংবা রাইনা'র দুঃখে
সেলাই করে যাই শুধু পৌরণিক মন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।