সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
শেওলাতে ক্ষয়ে আছে রোদ,
চাতালের ধারে বিবর্ন পলিথিন, আর ত্যানা মাখা বোধ।
বুনো শুয়োর চৌকী দেয় লালসা চতুর
মাংস এক টুকরো বেশী, খোসা কদুর।
কার কথা বেশী বাঁকা, কার বউ কালো
কার মেয়ে সুড়সুরিতে হাসে বেশী ভাল,
বুনো শুয়োর চৌকী দেয় লালসা সজাগ
পাতিকাকের পাতে বসে, আরো বড় ভাগ।
আকাশের রং যতো কালো,
সকাল, বিকেল মরা, রাতটাই বড় বেশী ভালো।
বুনো শুয়োর চৌকী দেয় লালসা প্রবল,
সোজা কথা, ভেজা কাঁথা, অন্ধকারে প্যাঁচই সবল।
মোহনায় বাসা বাধে চর,
শেয়ালের ঝাঁক এসে, সন্তর্পনে পা টিপে দরজার উপর
বুনো শুয়োর চৌকী দেয়, লালসারই লোল,
চামচিকাই সাথী ভাল, কানামাছিরই ঝোল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।