আমাদের কথা খুঁজে নিন

   

বিগ ব্রাদার শো ও শিল্পা শেঠি

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

গতকাল গার্ডিয়ানের ওয়েব পেজে চোখ রাখতেই চমকে উঠেছিলাম। হার্ড নিউজে শিল্পার ছবি কেন? জানতে পারলাম বিগ ব্রাদার টিভি শোতে অংশ নিয়ে সহশিল্পীদের বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন শিল্পা। শো'র আয়োজন চ্যানেল ফোর। শো টি প্রচারিত হওয়ার পর ব্রিটেন ভারতসহ নানা দেশে তীব্র বিতর্ক ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

আজ নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছে জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম থেকে একটা লাইন নিয়ে। সাম কনটেস্টান্টস ফিল মোর ইকুয়াল দ্যান আদারস। ব্রিটেনের পার্লামেন্টেও বিতর্ক হয়েছে। গতকাল পর্যন্ত চুপচাপ ছিলেন শিল্পা। কিন্তু আজ তিনি বলেছেন, টিভি শোটিতে তিনি বর্ণবাদী মানসিকতার শিকার হয়েছেন।

সহ আর্টিস্টরা তার সঙ্গে অনাকাঙিক্ষত ব্যবহার করেছেন। তারা তাকে বলেছেন, তার বস্তিতে ফিরে যাওয়া উচিত। সে সাদা হতে চায়এরকম সব অবমাননামূলক কথা। এই সহশিল্পীরা শোটিতে ছিলেন শিল্পার হাউসমেট। কয়েকজন শিল্পীকে একটি বাড়িতে রেখে তাদের কর্মকাণ্ড দেখানো হয় এই শোতে।

শিল্পার প্রতি অন্য শিল্পীদের এই আক্রমণে তিনি মলিত হয়েছেন। সদাহাস্যজ্জ্বল শিল্পা স্বাভাবিক থাকতে গিয়েও পারেন নি। এই বর্ণবাদী শোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলেছে। প্রতিবাদ যখন তুঙ্গে তখন চ্যানেল ফোর আরেকটা মশকরা করলো। তারা বললো, এটা আসলে বর্ণবাদ নয়।

এটা হলো সংস্কৃতি বা শ্রেণীর সংঘর্ষ। ক্লাশ অব কালচার। ফালতু একটা শব্দ ভালই রপ্ত করেছে তারা। কিছু হলেই ক্লাশ অব কালচার, ক্লাশ অব সিভিলাইজেশন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।