নিজের মাটিকে ভালোবাসুন
[রং=0000ঋঋ]নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের পরিচিতি[/রং]
[গাঢ়]প্রধান উপদেষ্টা[/গাঢ়]
ড. ফখরুদ্দীন আহমদ
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর
[গাঢ়]উপদেষ্টামন্ডলী:[/গাঢ়]
1. [গাঢ়]ব্যারিষ্টার মইনুল হোসেন[/গাঢ়]
ইত্তেফাক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি
2. [গাঢ়]জনাব মীর্জা আজিজুল ইসলাম[/গাঢ়]
চেয়ারম্যান, সিকিউরিটি এঙ্চেঞ্জ কমিশন
3. [গাঢ়]বেগম গীতিআরা সাফিয়া চৌধুরী[/গাঢ়]
বিজ্ঞাপন ব্যক্তিত্ব
রাজনৈতিক ব্যক্তিত্ব: নাজিম কামরান চৌধুরীর স্ত্রী
4. [গাঢ়]মেজর জেনারেল (অব.) এম এ মতিন[/গাঢ়]
মহাপরিচালক, দুনর্ীতি দমন কমিশন (অধুনালুপ্ত)
5. [গাঢ়]জনাব তপন চৌধুরী[/গাঢ়]
স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার।
6. [গাঢ়]জনাব আনোয়ারুল ইকবাল[/গাঢ়]
সাবেক আইজিপি। আলোচিত গডফাদার এরশাদ সিকদারকে গ্রেফতার করেন তিনি।
আন্তর্জঅতিকভাবে পুরস্কৃত পুলিশ অফিসার। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন কর্তৃক ওএসডি ছিলেন।
ওএসডি করার পর তিনি চাকুরী ছেড়ে দেন।
7. [গাঢ়]জনাব আইয়ুব কাদরী[/গাঢ়]
সাবেক সচিব (সিএসপি কর্মকর্তা)। সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বঙ্গবুন্ধ হত্যা মামলার আসামী মাহবুব আলম চাষী তার শ্বশুর।
নিজামীর মন্ত্রণালয়ে থাকার পরও বিএনপি সরকার তাকে আর এঙ্টেনশন দেয়নি।
8. [গাঢ়]ডা. মতিউর রহমান[/গাঢ়]
স্বনামধন্য একজন ডাক্তার। সিএমএইচ-এ কর্মরত।
9. [গাঢ়]জনাব ইফতেখার আহমেদ চৌধুরী[/গাঢ়]
সাবেক রাষ্ট্রদূত ও কুটনীতিক
কুটনীতিক ফারুক আহমেদ ও বিএনপি নেতা ইনাম আহমেদ চৌধুরী তার ভাই।
তাঁর বোন রীনা আহমদ যিনি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের স্ত্রী।
উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী যিনি রীনা আহমদের মামাত ভাইয়ের স্ত্রী।
জনাব ইফতেখারের বোন সুলতানা হাই চৌধুরী লন্ডনে থাকেন।
তাঁর (সুলতানা হাই) স্বামী কর্ণেল আব্দুল হাই, একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন।
10. [গাঢ়]জনাব ফয়েজ খান[/গাঢ়]
তথ্যপ্রযুক্তিবিদ, বুয়েটের শিক ছিলেন।
তবে আইটি সেক্টরে তার অবদান উল্লেখ করার মত নেই।
বিষয়টি অবতারণা এজন্য করলাম যে, ছোট্ট এ দেশে দেখবেন কম বেশী সবাই কোন না কোনভাবে একজন আরেকজনের সাথে পরিচিত বা তাদের কারো কারো কোন না কোনভাবে রয়েছে রাজনৈতিক ব্যক্তির সাথে রয়েছে আতীয়তা।
তাই বলে কেউ রাষ্ট্রের দায়িত্ব নিবেন না। এভাবে চিন্তা করলে দেশ চলে না।
অতএব দেশের স্বার্থে আমাদের এ সব বিতর্কের উর্দ্ধে থাকা উচিত বলে আমি মনে করি।
আমরা চাইব নবগঠিত উপদেষ্টামন্ডলী দেশের আপামর জনগণের স্বার্থের বিরুদ্ধে কোন কার্যকলাপ করবেন না এবং তারা সম্মিলিতভাবে দেশকে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।