আমাদের কথা খুঁজে নিন

   

সয়্যার!!!!সত্যি!!!!সেই সিলেটী ভদ্রলোকের বউ,কন্যা,ভগ্নী,নারী সঙ্গী কাউকেই আমি ভাগিয়ে নিয়ে যায়নি তারপরও......

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

তারিখ 13ই জানুয়ারী 2007। সময় 9টা 45 মিনিট28সেকেন্ড। সারাদিন কর্মব্যাস্ত থাকার পর ব্লগে বসি বসি ভাবছি এমন সময় মোবাইল বেজে উঠল ।

ফোন ধরতেই প্রথমে কর্কশ স্বরে হ্যালো হ্যালো এবং তারপরই প্রশ্ন করে উঠলেন অপর প্রান্তের কনঠ কে রে...তুই কে...রে....। আমি একটু ধাক্কা খেলাম এবং জানতে চাইলাম প্রশ্নকর্তা কে? তিনি কাকে চান। নিশ্চিত রং নাম্বার বুঝতে পারছি এবং রেখে দেব ভাবছি এমন সময় তিনি শুরু করলেন এই শুয়রের হুত তুই কে এবং তারপর এই নটীর পোলা তুই খিতা কত তে...(অস্পষ্ট) এবং শুয়রের বাচ্চা....অস্পষ্ট....তারপর ...শুরু করলেন সিটোলী ভাষায়(সিলোটী বন্ধুকে দিয়ে মর্মদ্ধার করতে হয়েছে) দারুন গালাগালি....আমি নাকি তার ফুরীর সাথে টাংকি মারি এবং তাকে ভাগিয়ে নিয়ে গেছি বা যাব। আমি তারপর ওনাকে বললাম যে আপনি বোধহয় ভুল নাম্বারে গালাগালি করছেন। তারপর তিনি বললেন তুই কোন গোলামের নাও...।

ইতমধ্যে হাসি চেপে রাখতে আমার বেশ বেগ পেতে হচ্ছে তারপরও আমি তার স্বতস্ফূর্ত মতপ্রকাশে বাধা হয়ে দাঁড়াতে চাইলাম না এবং তার সাথে ফোনালাপ সচল রাখার জন্য টুক করে ফোন কেটে দিলাম না। তবে এরপর তিনি একেবারে নৃশংসভাবে আক্রমণ করলেন এবং জৈব প্রজনন যন্ত্রটি কর্তন করার হুমকি দিলেন। আমি তাতেও দমে না যেয়ে বললাম 'আপনি কারে গালিগালাজ করেন কোন নম্বরে'''''। এরপর তিনি আমার গলা ছিড়ে ফেলতেও চাইলেন কিন্তু আমি ততক্ষণে মজা পেতে শুরু করেছি তাই কনেঠর ভয় না করেই আমি তার পরিচয় জানার চেষ্টা করলাম। মনে হল তার বউ,কন্যা,ভগ্নী,নারী সঙ্গী যেই হারিয়ে যাক না কেন তাকে খুঁজে পেতে আমার সাহায্য করতেই হবে।

কিন্তু এরপর তার গালি প্রতিভা স্তিমিত হয়ে এল এবং খুব দুর্ভাগ্যজনকভাবে তিনি গালি রিপিট করা শুরু করলেন। এরপর আমি আর পারলাম একেবারে না চাইতেও সশব্দে হেসে ফেললাম এবং তিনি প্রচন্ড আবেগে থু থু থু করতে করতে ফোন কেটে দিলেন। আমি এর পর পরই তাকে ফোন দিলাম কিন্তু দেখি ফোন বন্ধ। পরদিন যখন তাকে ফোন দেই তিনি বলেন রং নাম্বার। আমার একবার মনে হল এই দু:খ ভারাক্রান্ত সময়ে তাকে বলি আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে যথাসম্ভব সাহায্য করব কিন্তু তিনি সে সুযোগ আর দিলেন না।

এখন কি যে করি আমি তো সত্যিই!!!তার ফুরীকে ভাগিয়ে নিয়ে যাইনি এমনকি লাইন ও মারিনি। কি যে করি!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।