"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
অত্যন্ত কষ্ট নিয়ে এই লেখাটা লিখতে হচ্ছে। আমি যে বেকুব একথাটা আমি নিজেই অকপটে স্বীকার করি। তাই বেকুবদের সাথে আমি সহজেই মিশতে পারি। বেকুব কখনও আরেকজন বেকুবকে সহজে বেকুব বলে না, তাতে বেকুবজাতির সাংঘাতিক রকম অপমান হয়। তবে আজকে অত্যস্ত দুঃখের সাথে বেকুবকুলের সকল মান মযর্াদা ধূলুন্ঠিত করে বলতে চাই, "সুপ্রিয় 'রাগ ইমন' তুমি সমগ্র বেকুব জাতির মধ্যে সবচাইতে সস্তা, সহজলভ্য ও উচ্চশিক্ষিত বেকুব।
আমি মনে হয় তোমাকে আগেও বলেছি তোমার বেকুবি দেখলে আমার নিজেকে বড় বেশী বুদ্ধিমান বলে মনে হয়। অথচ আজ পর্যন্ত আমার পরিচিত কেউ আমাকে চালাক বা বুদ্ধিমান বলে নাই। তাই বেকুব হিসেবে সকল প্রকার আপদ বিপদ ছাড়াই এতদিন বেশ আরামেই ছিলাম।
আজ তুমি আমার সেই বেকুব নামের সকল সুনাম, গর্ব, অহংকার সবকিছু মাটিতে মিশিয়ে দিলে। আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি তুমি আসলেও একটা আস্তবোকা, গবেট এবং বেকুবকুলের শিরোমনি।
আর তাই যদি না হয়ে থাক তবে তোমার নিজের ভুলগুলো সবার স্বীকার কর। তুমি ব্ল্লগে যা করছো বা করে যাচ্ছ সেটা মোটেও সহনীয় পযর্ায়ে নেই (যদিও আমি সামহয়্যার কতর্ৃপক্ষের কেউ নই)। তুমি পুরোনো ব্ল্লগারদের ঢালাওভাবে যা ইচ্ছে বলছো। নানা রকমের ইঙ্গিত করছো, সুনাম ও মর্যদা নিয়ে টানাটানি করছো। কেন? কী জন্যে? কে কী করেছে তোমার সাথে সেটা সৎ সাহস থাকলে খুলে বলো।
আর তোমার আসকারা না পেলে কেউ তোমার সাথে কিছু করবে বলেতো মনে হয় না। তোমার আগের অনেক পোষ্ট/মন্তব্য আমার নিজের কাছে ওঅশ্লীল লেগেছে। সেটা আমি তোমাকে সরাসরি বলেছি। তুমি কী ভাব নিজেকে সেটা আমি ঠিক জানিনা। তবে আমি যা ভাবি তোমাকে তা কখনই বলতে পারিনি।
কারন বেকুব বেকুবের কথা ঠিক বোঝে না। আর যদিও বা একটু বোঝে তাও সেটা উল্টো বোঝে। আর সেই উল্টো বোঝা নিয়েই হয়তো তুলকালাম কান্ড ঘটাবে নয়তো ঢালাওভাবে সেটা সবার মধ্যে প্রচার করে বেড়াবে। সমস্যা এখানেই। তাই চুপ থাকাই শ্রেয় মনে করেছি।
তাই বলছি, এখনও সময় আছে। মানুষের ইমোশন নিয়ে খেলেছো তাতে মানুষ একটু আবেগ আপ্লুত হয়েছে, একটু ভাবালুতায় জড়িয়ে পড়েছে। এখনতো আর সেটা নেই। সব খোলাসা হয়ে গেছে। পর্দা প্রায় সবটাই উন্মোচিত হয়ে গেছে ।
এখন তোমার উচিৎ সব ভুল স্বীকার করা। স্বীকার করতে দোষ কোথায়? এর চেয়ে বড় দোষ, এর চেয়ে বড় ধাপপাবাজি আমরা সবাই হজম করেছি। মানুষ মাত্রেই ভুল করে। ভুল স্বীকার করার মধ্যে কোন লজ্জা নাই। আর যদি সেটা না করো তবে মিথ্যার উপর আরও বেশী মিথ্যার দেয়াল গড়ে নিজেকে কোন ভাবেই আড়াল করতে যেওনা।
পারবে না। আর যদি আড়াল করেই ফেল তবে দেখবে কোন মানুষ তোমার আশে পাশে নেই। যা থাকবে তা হলো মিথ্যের এক কঠিন দেয়াল। যা তুমি কখনও ভাঙতে পারবে না। তাই কী দরকার এসব মিথ্যা সাজিয়ে।
ভুল স্বীকার করে নাও। ক্ষমা চেয়ে নাও। তোমার দাম কমবে না। অযথা অন্যের গায়ে কালি মাখতে যেয়ে নিজেকে কেন কলঙ্কিত করছো। তুমি কী ভুলে যাও তুমি নারী ? পুরুষদের অনেককিছুই তোমার যে মানায় না সেটা কী জান?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।