[গাঢ়]কীট ছড়াচ্ছে যৌনরোগ[/গাঢ়]
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বিভিন্ন যৌনরোগে ছারপোকার মতো গুটিকয় কীটের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। বিশেষ করে যৌনবাহিত ট্রিকোমেনিয়াসিস রোগের নেপথ্যে কীটই দায়ী। কীটের যে জিনটির কারণে রোগটি মানবদেহে আক্রানত্দ হচ্ছে সম্প্রতি তার সন্ধান পেয়েছেন গবেষকরা। বিশ্বে বছরে বিভিন্ন কীটের মাধ্যমে সংক্রামক রোগে আক্রান্ত হয় 17 কোটি মানুষ। এর মধ্যে 80 লাখ উত্তর আমেরিকায়। এইডস আক্রান্তরাও এতে সমানভাবে আক্রানত্দ হচ্ছে। বেশিরভাগ যৌন সংক্রমণগুলো হয় ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার মাধ্যমে। ফ্লাজিল জাতীয় ওষুধের মাধ্যমে এ ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত থেকে বাঁচার তরিকা খুঁজে পেয়েছেন গবেষকরা।
সূত্র: দৈনিক আমাদের সময় (16.01.2007)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।