হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
আমাগো কতই না ফাও টাইম ! কত ফাজিলামি, রংবাজী, ধান্দাবাজী করতেই আছি, করতেই আছি। করতে করতে এতো বেশী কইরা ফালাই যে কোন কিছু খুইলা ফালানোর মত অবশিষ্ট থাকে না। আবে ... মিথ্যা কথা কইয়া পাবলিক ঠকাইয়া যেই বেটা আরাম পাইছে, তারে নিয়া এতো মাতামাতির কি আছে ? তার লগে মোহাব্বতের খাতির না রাখলেই হয়। আজাইরা ...
আপনারা মোচরামুচরি করতে থাকেন ..... আমি খাইয়া আসি।
[এই লেখাটা মুছতেও পারি আবার রাখতেও পারি। ঠিক নাই।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।