বাঙলাদেশ অমরদের দেশ। এ-দেশের প্রতি বর্গমিটার মাটির নিচে পাঁচ জন ক’রে অমরঘুমিয়ে আছেন। " <______হুমায়ুন আজাদ
১৬ কোটি মানুষের দেশে প্রতি বছর মাত্র ৬ লক্ষ ব্যাগ জরুরি রক্তের প্রয়োজন মেটাতে না পারাটা গায়ে লাগে আমাদের। আপনারা এগিয়ে আসলে এই সমস্যাটা কোনো সমস্যাই থাকবে না। অন্তত প্রয়োজনের সময়ে রক্তের অভাবে মারা যাবে না আর একজন মানুষ'ও।
ডোনার হিসেবে নিজের নাম রেজিস্টার করুন আর অপেক্ষায় থাকুন কখন আপনার ডাক আসে কারো জীবন বাঁচাতে।
রক্তদাতা হিসেবে যেভাবে রেজিস্টার করবেন:
১l ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীরা উপরের "আমরাই বাংলাদেশ ব্লাডলাইন" এপ্লিকেশনে ক্লিক করুন। অথবা Click This Link লিংকটিতে ক্লিক করুন।
২l স্মার্টফোন বা ট্যাব ব্যবহারকারীরা ব্রাউজার ওপেন করে এড্রেস বারে Click This Link?ref=ts লিংকটিতে ক্লিক করুন।
৩l যদি ফর্ম পূরণ করতে তারপরও কোনো সমস্যা হয়, দয়া করে হাল ছেড়ে দেবেন না।
নিম্নোক্ত তথ্যগুলো https://www.facebook.com/aamrai.bangladesh পেইজে ইনবক্স করে দিন, আপনার হয়ে আমরাই রেজিস্ট্রেশন করে দিব।
> আপনার নাম
> আপনার ব্লাড গ্রুপ
> আপনার ই-মেইল এড্রেস
> আপনার ঠিকানা
> আপনার শেষ রক্তদানের তারিখ (যদি মনে থাকে)
> আপনার কন্টাক্ট নম্বর
আপনার দেয়া তথ্য পুরোপুরি গোপন থাকবে। যখনই কারো জীবন বাঁচাতে আপনাকে প্রয়োজন হবে, আমরা যোগাযোগ করব আপনার সাথে
দেশটা তো আমাদেরই তাই না !!
আমরাই তো বাংলাদেশ !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।