আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাধের স্বপ্নের জাল



ঊষর কোন জমিতে জল পতনের শব্দে জেগে উঠে এক শরীর পিপাসা ধুলো মলিন কোন তানপুরার টংকারে জেগে ওঠে এক হৃদয় পিপাসা মাকড়সার জাল জড়ানো জীর্ণ ভাড়ারে জেগে ওঠে নিশাচর জেগে ওঠে জ্বল জ্বলে দৃষ্টি জেগে ওঠে এক পাল ক্ষ ুধার্ত ইঁদুর তীক্ষণ দাঁতে কাটে আমার জাল আমার সাধের স্বপ্নের ফাঁদ জেগে ওঠে অলক্ষ্যে লুকানো আমার স্বাধের স্বর্ণ মৃগ পালিয়ে যায দীর্ঘ লম্ফনে পরে থাকে ছিন্ন জাল - আমার সাধের স্বপ্নের জাল (টাঙ্গাইল 11 ই মাঘ 1400)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।