কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
{{ সুব্লগার মিথিলার ইন্তেকাল (স্থানান্তর) -এ ব্যাথাভারাক্রান্ত মনের বহিঃপ্রকাশ মাত্র }}
---------------------------------------
তুমি এক অপ্রতিরোধ্য সত্য
তুমি নিন্দিত জনে জনে অন্তরে,
তুমি কেবলি নিয়ে যাও খালি করে মর্ত্য
তুমি হানা দাও সকল বেলা-অবেলার বন্দরে।
জাফরানী স্বপ্নগুলো নেয় আকাশী রূপ
তিমিরের বন্ধনে যাত্রীরা দেখে অনন্ত-স্বরূপ।
নেই তো জানা হায়! বিদায় দিনের তরী
ভিড়বে যে কবে, ঠিক তখনি থাকবো কি প্রস্তুত?
থাকবে কি সেই পাঞ্জেরীর হাতে আলোকিত তস্তরী
শুভ্র বসনে সতীর্থ কেউ আসবে কি সহদূত?
বন্ধু আমায় কোথা নিয়ে যাবে, কোন্ আলোকের পথে
অথবা কোথায় অপেক্ষিত হিম শীতলী অন্ধকার,
জীবনের দামে কিনেছি কিসব এতদিন এত মতে
বিদায়ের দিনে থাকে যেন সাথে সওদার সমাহার।
আকাশে ও আলো; ও কি অন্ধকার নিঃসীম গহীনে,
লোকান্তরেরে যে যা বল ভাই; যাবে না সে তোমা বিনে।
সুতীব্র জ্বালা, যন্ত্রণা আহা! কম্পিত মহা সে গমন
নিবিড় বাঁধনে বাঁধবে তোমায়-আমায় বিদায়ী ক্ষণ,
প্রলয়ের দিনে লালিত স্বপন চুরমারি কাঁদে মন
এসেছি দয়ায়, নিয়ে যাবে ফের প্রভুর আদেশী "মরণ"!
১৪.০১.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য !@@!392402 যেখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।