আমাদের কথা খুঁজে নিন

   

ওরে চোরে শোনে না ধর্মের কাহিনী



ওরে চোরে শোনে না ধর্মের কাহিনী। জামাত শুনবে দেশের মানুষের ফরিয়াদ। এই পাচ বছর যে ভাবে মানুষকে জালাইয়া, পুড়াইয়া ছারখার কইরা দিয়েছে তাতে ইহুদীদের চরিত্রের সাথে মিলালে ঠিক হবে। ওরে ওরা এ দেশ থেকে যাইবে দেশের বারোটা বাজাইয়া। ওরা চাইতেছে এদেশ পাকিস্তান, আফগানিস্থান হয়ে মোল্লা ওমরের আজ্ঞাবহ হয়ে থাকুক।

বাবা দাদার কথায় চেলেছে এখন আমি সেই দাদার নাতি/পুতনী তাদের বিরোধী কিভাবে করি। তাদের কথা মতই চলতে হবে। তাই দেশটাকে পাকিস্টানকে দিয়ে দেই। আব্বার কিছু হোক আর আমি পুতুল সরকার হিসেবে থাকি। যতসব ভিগেরীর পো, জীবনের শেষ রঙ্গ দেইখা ল, কারন নিজামীর বন্দনা গাইতে গাইতে আর বাঙলায় কথা কইতে পারবি না।

উর্দু ধরতে হইবো। হালাই বেকুব বুঝলো না। হালা আবার দেশ প্রেমিক ফলাও। লিখতে সাহায্য কইরছেনঃ কবির ভাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।