আমাদের কথা খুঁজে নিন

   

কালো-বিড়ালের বলি তত্ব !!

আমারও লিখার অধিকার আছে......... হাঁপাইতে হাঁপাইতে হুজুরের কাছে আইসা সাঈদি চেচাইয়া কইলেনঃ সাঈদি- হুজুর, এই বার বুঝি আর রক্ষে নাই। আপনি তো শেষ! আমিনী- এতো চেচাইতাছো কেন? ফাসির রায় কি হইয়া গেছে নাকি? সাঈদি-আরে না হুজুর। ওইটার চেয়েও ভয়াবহ ব্যাপার ঘটেছে। আমিনী-ফাও পেচাল বন্ধ কইরা ক, কি হইছে? সাঈদি- কালো বিড়াল কইছে পদ্মা সেতু শুরু হইতে কাউরে বলি দেওয়া দরকার। আমীনি-তাতে টেনসনের কি? ধইরা দিয়া দেক একটা, না হয় সুরন্জিত বাবুরে দিয়াই শুরু করা যাক।

সাঈদি-এখানেই তো আরেক সমস্যা। মালায়ন দিয়া নাকি বলি কবুল হইবো না। তাই একজন ঈমানদার খুজতাছে। আমিনী- তুমি থাকতে আমার চিন্তা নাই। তুমি আমার দলের ত্যাগি নেতা।

সাঈদি- হুজুর যে কি কন না! আমি কি র পবিত্র আছি। শুনেন নাই আমার মেশিন চালানোর কাহিনী ! (কিছুটা লজ্জিত) আমিনী- কস কি! ওই সাঈদ্যা, তারাতারি মেশিনের ব্যাবস্থা কর। নইলে আমারে ফাসি দিতে ক, আমি স্বীকার করতাছি আমি রাজাকার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।