ফের পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রায় ২ মাসধরে পেঁয়াজের দাম দ্বিগুণ থেকে তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীরা জানান, বাজারের যে অবস্থা তাতে আগামী ২-৩ মাসেও পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এমনকি দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে বাজারে পেয়াজের দাম ৭০ থেকে ৭২ টাকা।
পেয়াজের দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হিসাবে ব্যবসায়ীরা জানান, ভারতের কয়েকটি রাজ্যে বন্যা, একই সঙ্গে বৃষ্টিপাত, পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণে তাদের সীমাবদ্ধতার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। কেননা ভারত থেকে সবচেয়ে বেশি পরিমান পেয়াজ আমদানী করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।