আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগঃ ইস্তানবুলের পথে - তপকাপি প্যালেস, আয়াসোফিয়া, বসফরাস প্রণালী, গ্র্যান্ড বাজার

সুখি হওয়ার সবচেয়ে সহজ উপায় বিবেক হীন হওয়া। ইস্তানবুলের তপকাপি প্যালেসটি প্রায় ৪০০ বছর পূর্বে অটোম্যান সম্রাট কর্তৃক নির্মিত হয়। ১৪৫৩ সালে সুলতান মেহমেদ -২ কর্তৃক বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর ইস্তানবুল হয়ে পড়ে বিশ্ব শাসনের কেন্দ্র বিন্দু। ফলে তদানিন্তন সুলতানের ইচ্ছায় ১৪৬৬ থেকে ১৪৭৮ সালের মধ্যে এ প্যালেসটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। অটোম্যান সুলতানগণ এখানে ১৮৬০ সাল পর্যন্ত অবস্থান করেন।

মোস্তফা কামাল আতাতুর্ক ১৯২৪ সালে প্যালেসটিকে জাদুঘর হিসাবে ঘোষণা দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা দেয়। এ প্যালেসের বিশালত্ব, সৌন্দর্য, ঐতিহাসিক তাৎপর্য আর অটোম্যান সাম্রাজ্যের স্মৃতিচিহ্নের ব্যাপকতা এত বেশি যে ভালভাবে তা অবলোকন করতে লেগে যাবে কয়েকদিন। ভেতরে প্রবেশ করে স্বল্পতম সময়ে আমি যা কিছু দেখতে পেয়েছি তা শেয়ার করছি আপনাদের সাথে। প্যালেসের মূল ফটক প্যালেস এরিয়ার কিছু আলোকচিত্র দৃষ্টি নন্দন সেঞ্চুরি বৃক্ষ জিমন্যাস্টিকস এর ভঙ্গিমায় এক সেঞ্চুরি ট্রি প্যালেসের কারুকাজ আর ক্যালিগ্রাফি হারেম।

এখানে প্রায় ৪০০ টির মত কক্ষ আছে। হারেমে থাকতেন সুলতানদের বিবি, রাজপুত্র আর রক্ষিতা গণ। সারকামসিশান রুম। সুলতান মুরাদ-৩ এর নির্মাতা। এখানে কুমারী রাজকন্যাদের খৎনা করানো হত।

রাজকোষের দরজা। এ রাজকোষের অভ্যন্তরে আছে অনেক মূল্যবান হিরা জহরত আর রত্ন পাথর হিরা জহরতের একটি নমুনা দেখুন সুলতান মেহমেদের পোর্টট্রেট প্যালেসের এক কক্ষে রাখা আছে ইসলামের নবী রাসুলদের ব্যবহৃত তলওয়ার ও অন্যান্য অস্ত্র সমূহ। আছে মহানবী (সাঃ) এর দাঁড়ি মোবারক, চুল মোবারক, পায়ের ছাপ ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী; আরও আছে মুসা (আ এর ব্যবহৃত সেই লাঠি যেটা ছেড়ে দিলে সাপের রূপ নিত। ভেতরে ছবি তোলা নিসিদ্ব থাকায় সব কিছু আপনাদের দেখানো সম্ভব হলনা। একটা বিশাল কুরআন শরীফও দেখলাম।

বসফরাস প্রণালীর রয়েছে চোখ জুড়ানো সৌন্দর্য। এর তীরে দণ্ডায়মান অটোম্যান প্যালেস, দুর্গ , ঐতিহ্যবাহী কাঠের স্থাপনা, হোটেল, পার্ক, গার্ডেনের সৌন্দর্য চোখ মেলে তথা প্রান ভরে দেখতে হলে আপনাকে বোট ট্রিপ নিতে হবে। বসফরাসের উপর দিয়ে প্রচুর তেল ও যাত্রীবাহী জাহাজ এবং মাছ ধরার নৌকা চলাচল করে। এক পরিসংখ্যান অনুযায়ী এ প্রণালী দিয়ে বছরে ৪৮০০০ জাহাজ চলাচল করে আর ৫৫ মিলিয়ন টন তেল পরিবাহিত হয়। বসফরাসের উপর নির্মিত দুটো ব্রিজের একটি যা কাজ করছে এশিয়া আর ইউরোপের সেতু বন্ধন হিসাবে।

আয়াসোফিয়া- প্রথমে ছিল গির্জা, পরে রূপান্তরিত হয় মসজিদে। কিন্তু আধুনিক তুরস্কের প্রবক্তা কামাল আতাতুর্ক এটাকে জাদুঘরে পরিনত করে সব ধরনের উপাসনা নিষিদ্ধ ঘোষণা করেন। এ জন্যই কি বলা হয় – কামাল তুনে কামাল ক্যায়া ভাই? গ্র্যান্ড বাজার- কেনা কাটার জন্য অতি উৎকৃষ্ট এক বিশাল মার্কেট। কিন্তু জিনিস পত্রের দাম অত্যাধিক। তাই কিছু শো পিচ আর টুকটাক জুয়েলারি কিনেই সন্তুষ্ট থাকতে হল।

ট্র্যাডিশনাল টার্কিশ ফুড। খাবার দেখে জিভে জল এসে গেল। তাই আর কথা বাড়ালাম না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।