কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
নিবেদিত এক ঢালি মৌসুমোত্তীর্ণ ফুল এনেছি
আমি তোমাদের প্রিয় একজন,
জাগতিকতার ওপারে রূহের জগতে হয়তো
হয়েছিল দেখা আমাদের একদিন।
পুবালী বাতাসের ভোরীয় সুবাসে মোহনীয় কিছুদিন
চৈত্র দিনের নতুন পাতায় এঁকেছিনু স্বপ্ন রঙিন;
তিমির তিথিরে ডাকিনি আমরা কোনদিন কোনকালে
শাপলা-শালুকে পানসী মোদের ভেসেছিল বিনা পালে।
ক্ষারীয় দিনের তপ্ত হাওয়ার এখন পৃথিবী নুয়ে
যা কিছু আদান-প্রদান এ কালে লৌকিকতারে ছুঁয়ে,
মুখের কথারা ছোঁয় না হৃদয়, অন্তর থেকে অন্তরে
বিনা তার-এ আর যায় না বার্তা অভিসার চুপিসারে।
লাল মেহেদীতে রঙের মঙ্গা; হলুদ এসেছে হাতে
এ কালের ঘুম ভাঙ্গে না আযানে, প্রজন্ম জাগে না প্রাতে,
হলুদিয়া দুখ্ ভর করে আছে দম্পতি পরিবারে
এক ফালি স্নেহ-মমতা পেতে শিশু খুঁজিছে পিতামাতারে।
অনন্তাবধি জীবনাবাদের রোয়ায় রোয়ায় জঞ্জাল
তোমাদের মাঝে এসেছিনু লয়ে প্রভুর বাণী-প্রাঞ্জল,
এই অবদানে, আশু সমাধানে অতি নগন্য আমি
তোমার আমার অন্তর ও কাজ দেখেন অন্তর্যামী।
২০.১২.২০০৬, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবিটি সংগৃহীত উপাত্ত সাজিয়ে স্বকাজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।