আমাদের কথা খুঁজে নিন

   

Apple ও iPhone এর জনক, ষ্টিভ যবর্স সম্পর্কে কিছু জানুন ।

আসসালামু আলাইকুম । আশা করি, আল্লহর রহমতে আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের, একজন মহত্‍ ব্যক্তি সম্পর্কে বলব । আপনারা সবাই নিশ্চয়ই Apple বা iPhone এর সম্পর্কে কম~বেশি জানেন । কিন্তু জানেন কি এগুলোর জনক কে ? Apple ও iPhone এর জনক, ষ্টিভ যবর্স ।

তার মত মহত্‍ ব্যক্তি সম্পর্কে, এই ছোট টিউনের মাধ্যমে বলা সম্ভব না । কম্পিউটার ও স্মার্ট ফোন আজ এই অবস্থায় আসার কারন হিসাবে আইফোনের জনক, ষ্টিভ যবর্স এর অবদান যে কত তা বলে শেষ করতে পারব না । আইফোন হল তার সৃষ্টি এক অসাধারন স্মার্ট ফোন । আর বর্তমানে অনেক স্মার্ট ফোনে কম্পানী তার ধারনা ব্যবহার করছে স্মার্ট ফোন-এ । আর এ্যানড্রয়েড, যা বলতে গেলে মাএ কয়েক বছর আগে এসেছে, কিন্তু আইফোন অনেক আগেই ।

আর ষ্টিভ যবর্স কাজকে ছোট করার অর্থ হল, ষ্টিভ যবর্স এর অবদানকে অস্বিকার করার সামিল । তাই আসুন আমরা ষ্টিভ যবর্স-কে, অন্তত ধন্যবাদ জানাই । চলবে ...

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।