পরিবর্তনের জন্য লেখালেখি
হয়তো পারিনি তোমায় ততটা বোঝাতে
ঘৃণা নেই, নেই আতংক , শুধুই জীবন ।
আনন্দকে তুমি অন্য রকম চেনো , তাতে
আমার আপত্তি নেই তো কঠিন তেমন।
আটপৌরে চাওয়া পাওয়ায় রুচি ছিল না কভু
অন্তরীক্ষে বেঁধে রাখা নাবিকের মূল নাড়ি
মাস্তুলে বসে দেখা নাগরিক ধর্ষন , তবু
গ্রামের শেষে , আকাশের দেশে আমার মন বাড়ি।
চাইলেই যা পেতো , মানুষ , তাকেই করে চুরি
শুধু একের ক্ষেতে অন্যের ধান দৃষ্টিকটু লাগে
নিজের জন্য চাওয়ার মত বিনম্র নও, ছুরি
কাটলে পরে ধুলেই কি আর যায় রে রক্ত দাগে?
১লা জানুয়ারী ২০০৭
ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।