আমাদের কথা খুঁজে নিন

   

ফুল দেয়া মানে ! [রাগ ইমন-১৯৯৩]

পরিবর্তনের জন্য লেখালেখি

ভালোবাসা ভুলেছো যখন অবহেলে ভালোবাসা মুখ ডুবালো নোংরা জলে পাড় ভাঙা বৃষ্টি জলের কান্নাকাটি একটুও ভিজলো না বুক? বুকের মাটি? সেই খানে তপ্ত বায়ু ধুলোর কণা ছেড়া ফাড়া মেঘেরও নেই আনাগোনা গুন গুনে ভ্রমর যেথা স্বপ্নে কাঁদে গন গনে অঙ্গারী মন হিমেল রাতে ! হেমপাতা , পায়দল পথ , দোলন চাঁপা চাতুরী খাদ খন্দে ভরা, ভিতর ফাঁপা! ফুল কুঁড়ি প্রেমের খেয়া পায় নি রে হাল হাত রাঙে মেহেদী নয়, রুধিরো লাল ফুল দেওয়া মানে তো আর প্রাণ দেয়া না- পারাণী! খেললে কড়ি খুব সেয়ানা ! ডিসেম্বর ১৯৯৩ ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।