- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
হৃদয়ের গভীরে কিছু শব্দ দাগ রেখে যায়... হারিয়ে নিয়ে যায় কোন অজানায়... ফিরে পেতে চাওয়ার চরম কষ্টানন্দে নিমজ্জিত করে নীল স্বচ্ছ জলে...
হৃদয়ের দাগটায় যখনতখন হয় ক্ষরণ... পরম পাওয়ায় না পাওয়ার সময় অসময় হয়ে যায়... ফিরে আসে কিছু কিছু অস্পষ্ট স্মৃতি... ঝাপসা করে দৃষ্টি... অবিরাম বর্ষণ... কোথায় যে মরণ...
শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটাকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটা বাঁশ আর মাটির সুর টানা টানা
দু্থদিনের সম্পদ দু্থটাকার বাজনার বিস্ময়
তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়
তারপর টিফিনের পয়সা দিয়ে সিগারেট
কলেজগেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট
আসে দশটা-পাঁচটা সেই এক রুটের বাসটা তারপর
সবার মতোই পড়তে হয় যে কাগজের টোপর
এখন মাসের শেষে মাঝেমধ্যে কান্না পায়
মিনিবাসে দাঁড়িয়ে অফিস যাবার সময়
এখন বুঝেছি সেই অদ্ভুত সুরের কী মানে
ফিরে তো যাওয়া যায় না যে আর সেখানে
যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা সংসারের এক্কা-দোক্কা ফেলে
প্রথমে যাবে ঘরদোর দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলো না বাজানো গেলো না সময়
ইদানীং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়
কিন্তু সে খেলনাওয়ালা আর আসে না পাড়ায়
হয়তো কোনো অন্য অলিগলি ঘুরে
অন্য কোনো কাউকে টানছে সে অদ্ভুত সুরে
অন্য কোনো কাউকে টানছে সে অদ্ভুত সুরে
[ইটালিক]শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটাকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে[/ইটালিক]
!@@!329519 !@@!329520 !@@!329521 !@@!329522 !@@!329523 !@@!329524 !@@!329525! !@@!329526 !@@!329527 !@@!329528 !@@!329529 !@@!329530 !@@!329531 !@@!329532 !@@!329533 !@@!329534 !@@!329535 !@@!329536 !@@!329537 !@@!329538 !@@!329539...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।