আমাদের কথা খুঁজে নিন

   

এসো শুদ্ধ হই তরুন জলে . .

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

দুটি ক্যাকটাস ---------------------------- 1. আমার হারিয়ে যাওয়া মেঘগুলি সব বৃষ্টি নিয়ে এলো, নদীর বুকে বাণ ডেকেছে- ভীষণ হুলুস্থুলু। হিজল বনে বাউলা বাতাস, পাগলপারা বেগ একলা পাখির করুন আঁখি, হাওয়ায় ভাসে মেঘ। 2. বৃষ্টি যদি না এসে ওই- হঠাৎ থেমে যেত, তোমার অঙ্গ শীতল ছোঁয়া কেমন করে পেত? তরুন জলে ধুয়ে গেলো দেহের যত সাজ, তাইতো বলি অবাক করা বৃষ্টি নামাও আজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।