আমাদের কথা খুঁজে নিন

   

গরম গরম নিয়ে নিন ESET SMART SECURITY 5/6/7 এর ৩৬৫ দিনের লাইসেন্স কী !

এটি আমার দ্বিতীয় টিউন।
 
যারা eset smart security ব্যবহার করেন তারা জানেন যে এটা কত কাজের। প্রথমত এটা পিসি স্লো করে না। এছাড়াও eset smart security এর স্ক্যান স্পীডও বেশ দ্রুত।যারা এখনও eset smart security ব্যবহার করেন নি তারা এটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আমি নিজেও ২০১০ থেকে eset smart security সিরিস এর অ্যান্টিভাইরাস  ব্যবহার করতেছি। এই অ্যান্টিভাইরাসের  আরেকটা বড় সুবিধা হল এর আপডেট ফাইল গুলা ১৫-২০ এমবি এর চেয়ে বড় নয়।
 

আজকে আপনাদেরকে eset smart security ৫/৬/৭ এর ১ বছরের  কী দিছি
 
Eset smart security এর ২০১৫ সাল পর্যন্ত ভ্যালিড কি এর জন্য আমার সাইট এর এখানে (Eset smart security 6 username and passwor d )  দেখতে পারেন।
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।