- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
গানখানা খুব ভালো লাগলো। ভালোলাগা ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে গত 24 ঘন্টায় হয়তো পৌঁছে গেছে দূর-দূরান্তে। তবুও ভালোলাগা পৃথি্ব-এর অন্যতম সাথী সামহোয়ারইনব্লগেও ভালোলাগা ছড়িয়ে দিতে চাই। তাই এ পোস্ট পাইরেসি বলে গণ্য হলেও আমার কিছু করার নাই। কারণ তাকে হারাবার সময় নাই।
পলক তুমি পলক ফেলো না
অপলক তাকে দেখতে চাই
মুহূর্তরা বিমূর্ত হোক
তাকে হারাবার সময় নাই
তাকে হারাবার সময় নাই
সূর্য তুমি আজ ডুবো না
অন্য গ্রহে আধাঁর যাক
চোখটা আমার মনটা ভরে
তাকেই শুধু দেখে যাক
পলক তুমি পলক ফেলো না
অপলক তাকে দেখতে চাই
মুহূর্তরা বিমূর্ত হোক
তাকে হারাবার সময় নাই
তাকে হারাবার সময় নাই
এক জীবনে একটাই সাধ
দেখবো তাকে আজীবন
দেখতে দেখতে দেখেই যাবো
যে নিয়েছে আমার মন
পলক তুমি পলক ফেলো না
অপলক তাকে দেখতে চাই
মুহূর্তরা বিমূর্ত হোক
তাকে হারাবার সময় নাই
তাকে হারাবার সময় নাই
[link|http://www.esnips.com/doc/28a91908-96ab-42db-bc09-859df160cfd3/Polok-Tumu-Polok-Phelona|Zv
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।