বন্ধুদের নিয়ে বাঁচি
বাক বিতণ্ডায় আমাদের সম্পর্ক ভেঙ্গে যায়
বৈদ্যুতিক তারে ভেসে আসে ক্রন্দন সঙ্গীত
পাড়ার সকলে আজ গান শোনে,কোলাহল করে
রেডিওর নব ভেঙ্গে ইথার আনন্দ নামায়
দৈনন্দিন সম্পর্কাবলী ভেঙ্গে যায়...
ব্যবহ্রিত হাতলের গন্ধ নিই
পেছনে,অস্পস্ট নেগেটিভে গাছের আল্পনা
সম্মুখে,রমনী মুখের ঝামটা,সংকুচিত ঠোঁট
অসংখ্য মিথ্যাচার আর বেঁেচ থাকা ধুয়া...
তবু তৈরি হয় অবারিত দৃশ্যকল্প-
অবারিত সুখ সম্ভাবনা
দিশেহারা হয়ে যায় কোনসব প্রিয় মানুষেরা
ছেঁড়া- খোড়া কাগজে লিখিত ঠিকানা নির্দেশনা
কখনো বইয়ে-পকেটে,কখনো বৃষ্টিজল ব্যস্ততায়
কোন ভরসায় চোখের ভেতর
সবুজ পাতা বাহার পুতে রাখা?
বেদনা আরক্ত হৃদয়ে
কোথেথকে উড়ে আসে অধিক বেদনা
শুধু জমা হয় আর জন্ম নেয় ফুল গাছ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।