যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
ঈজি থাকিতে হইবেক।
.
স্বয়ং ঈশ্বরও তাঁর সমগ্র সৃষ্টির খাপছাড়া
বেঈমানী, অনিয়ম, অত্যাচার, বেয়াদবী
দেখিয়া যখন ঈজি থাকিতে মনস্তির করিয়াছেন;
আমরা ঈশ্বরের প্রতিচ্ছবিতে তৈরী হইয়া
ক্যান ঈজি থাকিবো না?
আবারো বলি, ঈজি থাকিতে হইবেক।
.
আমি আশ্রয় গ্রহন করি
সেই মহান ঈশ্বরের নিকট
যিনি নিজে ঈজি থাকেন,
যাহার দেবকূলও তাহার বন্দনায়
ঈজি কাজে বিজি
এবং যাহার অনুগ্রহপ্রাপ্ত সৃষ্টিও।
.
ওম!
.
ঈজি থাকুক
স্বর্গ, মত্য ও পাতাল।
ঈজি থাকুক ব্লগারগন,
ফ্লাডারগন এবং পাড় মাতাল।
.
গ্রহন করো হে ঈশ্বর।
সকলে মিষ্ট স্বরে বলুন:
সত্য হউক, সত্য হউক।
.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।