- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
খেই হারানোর দিনে খাপছাড়া কথা-কাজ-আচরণের জঙ্গলে খেই ধরিয়ে দেওয়ার কাজে সব্বাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে এবং খেই হারানো চরিত্রদের খেই পাইয়ে দিতে হবে।
ব্যাকরণের আলোয় বিশ্লেষণঃ
'খেই' শব্দের অর্থ সুতোর মুখ বা প্রান্ত। তাঁতে কাপড় বোনার সময় টানা কিংবা পোড়নের সুতো কেটে যায়। খেই জোড়া দিয়ে তাঁতি আবার তাঁত চালানো শুরু করেন। অনেক সময় খেই যায় হারিয়ে।
হারানো খেই তাঁতির হাতে ধরিয়ে দিতে হয়। সুতোর খেই, তাঁত থেকে কথায় উঠে এসে এখন ভিন্ন এক অর্থ গ্রহণ করেছে। খেই পাওয়ার অর্থ এখন প্রসঙ্গ খুঁজে পাওয়া; খেই হারানো হলো সূত্র হারিয়ে ফেলা আর খেই ধরিয়ে দেওয়ার অর্থ হলো প্রসঙ্গ ধরিয়ে দেওয়া।
'খাপ' শব্দের অর্থ আবরণ। খাপছাড়া শব্দের অর্থ তাহলে দাঁড়ায় খাপ ব্যতিরেকে, অর্থাৎ আবরণমুক্ত।
অনেক জিনিসই আছে, যা আবরণের বাইরে প্রকাশ্য হলে বিসদৃশ লাগে। কথার আবরণ হলো- যুক্তি। যুক্তির বাইরে চলে গেলে কথার কোনো মূল্য থাকেনা। কথা হয়ে যায় খাপছাড়া।
আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে কী?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।