টুকিটাকি ভাবনাগুলো
দিলি্ল এবং কোলকাতা এয়ারপোর্টের অব্যবস্থাপনা, করাপশন এবং দৈন্যতা দেখার পরে ঝকঝকে তকতকে, ভোগান্তিমুক্ত জিয়া আন্তর্জাতিক বিমানবনদর। আমার প্রিয় বাংলাদেশ। ট্রাফিক জ্যাম, গ্রামিন ব্যাংকের অতি বিজ্ঞাপন ইত্যাদি কিছুই আর খারাপ লাগছিল না। দশ মাস পরে বাড়িতে ফিরে লঙী পরে আয়েশ করে আড্ডা দেয়া। ঘরের ছেলে ঘরে ফিরেছে। মা-বাবার বুকে প্রশান্তি । বোনের মুখে হাসি। ভাইয়ের কাছ থেকে হাল-হকিকত জানা।
চিরকালের জন্যে আমার ঘর আমার দেশ এমন থাক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।