- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
বিজয়ের 35 বছর। আজও পরাধীনতার জালে আটকা পরে ছটফট করি। কেনো?
কতো প্রশ্ন, কতো কথা, কতো উত্তর জানার ছিলো!!!
বৃদ্ধ ফিরে দেখে
তার সখের বাগান আর নেই
মেয়েটি ভাবে বান্ধবীদের কথা
কেউ আজ ধর্ষিতা, কেউ আজ পঙ্গু
সৈন্যরা ফিরে যায় উদ্বেগহীন চেহারায়
চারিধার খুব শান্ত
যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ
যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
সবুজ ধানে ভরে উঠবে মাঠ
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
প্রেমিকা ধরবে প্রেমিকের হাত
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
বৃদ্ধ ফিরে পাবে তার ছেলেকে
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
অপমান ভুলে যাবে ধর্ষিতা মেয়ে
কথা ছিলো, কথা ছিলো বিশ্বাস করুন রাষ্ট্রপ্রধান
কথা ছিলো, কথা ছিলো বিশ্বাস করুন রাষ্ট্রপ্রধান
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
পরে থাকবে না লাশ রক্তাক্ত হয়ে
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
ঘুষ খাবে না সরকারী লোকে
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
মা ফেলবে স্বস্তির নিশ্বাস
কথা ছিলো যুদ্ধটা শেষ হলে
অটুট থাকবে আমাদের বিশ্বাস
কথা ছিলো, কথা ছিলো বিশ্বাস করুন রাষ্ট্রপ্রধান
কথা ছিলো, কথা ছিলো বিশ্বাস করুন রাষ্ট্রপ্রধান
শুনতে কি পাচ্ছেন রাষ্ট্রপ্রধান?
শুনবেন কি রাষ্ট্রপ্রধান?
------------------------
-------------------------
বিজয় দিবসে সবার জন্যঃ [link|http://www.esnips.com/doc/48f180e5-a3d3-46f8-bb1a-69b894a460f4/Kotha-Chilo|K_v wQ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।