আমাদের কথা খুঁজে নিন

   

চার দলীয় জোটে যোগদান না কইরা দুই বছরের সাজার ব্যাপারটা কেন এরশাদ পছন্দ করলেন?

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

1. চার দলীয় জোট ক্ষমতায় আইতে পারব না আইলেও থাকতে পরব না, সুতরাং দুই বছরের সাজাও এরশাদের পাইতে হইব না এই আশায়। মাঝখানের ফাও লাভ আওয়ামী লীগের লোকেরা এরশাদরে পিউরিফাই কইরা দিব। ফলে 14 দলীয় (বা তদুর্ধ) জোটের সরকারের প্রেসিডেন্ট পদ তিনি পাইতেও পারেন। 2. চার দলীয় জোট ক্ষমতায় আইলেও তাগো যেহেতু প্রেসিডেন্ট বদলাইয়া ফেলানোর সুনাম আছে সুতরাং এরশাদরেও নির্বাচন সমাপ্ত হওনের পরে প্রেসিডেন্ট বানাইয়া পরে জেলে ভইরা দেওনের আশঙ্কা থাকে। এরশাদ আওয়ামী লীগের মিত্র না হইলেও জিয়ার দল বিএনপির পুরানা শত্রু। এমতাবস্থায়, এরশাদ যদি নির্বাচন করতে না পারেন তাইলে কী কী করবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।