আমাদের কথা খুঁজে নিন

   

কবি শামসুল ফয়েজ-এর কবিতা

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

কবিতা প্রেমিক হাসান মোরশেদ-এর আহবানে নাম না জানা প্রচারবিমুখ কবি শামসুল ফয়েজ-এর একটি কবিতা পোস্ট করলাম। আশির দশকে এক সাথে আড্ডা দিয়েছি তাঁর সাথে। উনি এক সময় কবিতাঙ্গনে আমার সহযাত্রী সিনিয়র বন্ধু ছিলেন। কবি শামসুল ফয়েজ সম্পর্কে বিস্তারিত এখানে পাবেন। সময়ের ধ্রুপদ/ শামসুল ফয়েজ একে একে সবাইতো শত্রু হবে একদিন, -এমন কি তুমিও আমার -এমন কি আমিই আমার। একদিন তমি হবে ফ্যাকাশে নিমের মতো তিতে, একদিন তুমি হবে দুধ সাগর চালের ভিতরে ধূসর কাঁকড়ের মতো নিরস ও রুক্ষ, একদিন আমি হবো আমারই পাষাণভার, -আমি হবো আমারই কাল-কেউটে শরীর দাঁড়ালে বেঁকে। একদিন থু থু দেবে কামিনী-মাধবী, শরশয্যা হবে দুর্বা-র কোমল মখমলের গালিচা, হাওয়ায় উঁচিয়ে শুড় দৌড়ে আসবে অযূত হাতীর যুথ; চোষট্টি কলায় লীলা করলো যে আকাশ সেও কসাইয়ের চেয়ে নির্দ্বিধায় ছুরি বসাবে গলায়। একে একে সবাইতো শত্রু হবে- তবু এ মুহূর্তে সবচেয়ে বড়ো সত্য তোমার আমার রক্তের দ্বৈত সঙ্গীত- সর্বগ্রাসী সময়ের মাঝে এই এক অনন্ত ধ্রুপদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।