আমাদের কথা খুঁজে নিন

   

চোখ খুলেই দেখবি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

চোখ খুলেই দেখবি/শেখ জলিল অবশেষে বুকের বাগানে রইলো না কোনো প্রাণছোঁয়া মৌ অকালের বেনোজল ভেঙে নিলো গোছালো নিবাস এক বুক জলে দ্বিধাহীন দাঁড়িয়ে থেকেও নিরুদ্বেগ ঢলে পড়ল একটা যুবতী বকুল। শের আলী! ওঠ্, দ্যাখ্ বাইরে উঠানে কেমন দীঘল সোনারোদ আলো ও জলের কী নিপূণ ডুব-সাঁতারের খেলা! চোখ খুলেই দেখবি জলের নিভাঁজে গাঁথা জীবনের একেকটি পলি। আজতো গাঙের জলে নাও ভাসানোর কথা ঐ যে মুছে গেছে তোর করতলের পেলব রেখা কালো জলে হাত ভিজিয়ে দেখিস্- কেমন সুসপষ্ট হয় সব! শের আলী! এখানে গহীন কোনো বন নেই ঝরাপাতার শিথানে সমস্ত দিনভর দেখবি সুমহান নীলাকাশ বর্ষণের শুরুতেই ধুয়ে গেছে সেই সব আশা। শের আলী! বেলা যে অনেক হলো দুপুর গড়িয়ে গেলে শেষ হয়ে যাবে ডুব-সাঁতারের খেলা ওঠ্! চোখ খুলেই দেখবি জলের নিভাঁজে গাঁথা জীবনের একেকটি পলি। ২১.০১.৮৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।