যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য সাত হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। বাছাই করা ছয়টি দেশের প্রতিষ্ঠান ওই দরপত্রে অংশ নেবে।
আজ রোববার রাজধানীর সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী। খবর বাসসের।
আজ বিকেলেই সেতু বিভাগের ওয়েবসাইটে ওই দরপত্র পাওয়া যাবে এবং এজন্য আগামীকাল জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দেওয়া হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন না থাকলেও তাদের পরিকল্পনা ও নকশা অনুসারে স্বচ্ছতা অবলম্বন করেই নদী শাসনের কাজ করা হবে। নদী শাসনের কাজে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাত হাজার কোটি টাকা। ২২ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের দরপত্র গ্রহণ করা হবে। বাছাই করা প্রতিষ্ঠান সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘জাপান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, চীন ও ডেনমার্কভিত্তিক ছয়টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।