আমাদের কথা খুঁজে নিন

   

সময় এসেছে আমাদের গনতন্ত্রের বিকল্প চিন্তা করার।। অথবা গনতন্ত্রের সঠিক গনতন্ত্রায়ন করার।।

কলাবাগানের বাসা থেকে বের হয়ে বাসে যখন যানজ়টে পরি তখন ভাবি এই জ্যাম থেকে আমাদের মুক্তি কবে…?? রাস্তায় এত্ত এত্ত গাড়ি, ফুটপাথে হকার এবং রাস্তার অর্ধেক টা দখল করে রাখে কার পার্কিং। ভাবি আমাদের যারা মন্ত্রি বা আইন প্রনেতা তারা কি এগুলো নিয়ে ভাবেন, নাকি রাস্তা ব্লক করে জনগন এর দুর্দশা দেখে আরো বেশি মজা পান। মাঝে মাঝেই ভিআইপিদের কারনে রাস্তা ব্লক করে রাখা হয়। যার ফলে আরো ১ ঘন্টার যানজ়টের ভোগান্তি পোহায় আমাদের মত আপামর জনগন। যে জনগন ৩০-৬০ মিনিট দেরি করে অফিস গেলেই বসের ঝারি খায় / বেতন কেটে রাখার হুমকির সম্মুখিন হয়।

তিনদিন দেরি করে গেলেই ১ দিনের বেতন কেটে রাখাও হয়। অথচ সপ্তাহের বেশির ভাগ দিনেই আমাদের ১/২ জন ভিআইপিকে তাদের মহাগুরুত্ত পুর্ন কার্য সমাধানের জন্য লোকাল বাসে ঝুলে থাকতে হয়। দেরি করে অফিসে গেলেও সিডিউল কাজ শেষ করতে হয়। কিন্তু তথাকতিত ভিআইপিরা / সরকারি আমলারা ১ টা ফাইল আটকে রাখেন মাসের পর মাস। আনেক সময় বছরের পর বছর।

শুনেছি সিঙ্গাপুরে ১০ হাজার ডলারের গাড়ির জন্য ২০ হাজার ডলার দিয়ে পারমিট নিতে হয়। আর আমদের দেশে কোনোভাবে ১টা গাড়ি কিনলেই কম দামে পাওয়া যায় দুস্প্রাপ্য গ্যাস। যে গ্যাসের জন্যে আমাদের পাওয়ার প্লান্ট গুলো বিদ্যুত উতপন্ন করতে পারে না। সেই জন্যই কিনা বিটিআরসির ড্রাইভার ও ২/৩ গাড়ির মালিক বনে যায়। এদেশে যারা রাজনিতি করেন, তারা সবাই এটাকে উতকৃষ্ট বিনিয়োগ মনে করেন, আমরা জনগন ও তাই দেখি।

দেখি বাম ডান রাজনিতিবীদেরা ছেরা সান্ডেল পরে রাজনিতি শুরু করলেও এক সময় ঠিক ই ইতালিয়ান শু , দামি ব্লেজার, ৩/৪ প্লট , ফ্লাটের মালিক হন। আর গাড়ি পেয়ে যান ট্যাক্স ফ্রী , নিয়ম পরিবর্তন করে দেওয়া হয় ১০০% কার লোন। সময় এসেছে আমাদের গনতন্ত্রের বিকল্প চিন্তা করার। । অথবা গনতন্ত্রের সঠিক গনতন্ত্রায়ন করার।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।