আমাদের কথা খুঁজে নিন

   

1971 এর এইদিনে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

একাত্তরের 11 ডিসে ম্বর মধুপুরে অবতরণ করে 7 শ' ভারতীয় ছত্রীসেনা। একই দিন পাক মেজর জেনারেল রাও ফরমান আলী আত্দ্মসমর্পণের প্রস্তাব দিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে তারবার্তা পাঠান। ভারতীয় এক সেনা কর্মকর্তা বাঙালিদের প্রস্তুতি কেমন সে বিষয়ে আগাম খোঁজখবর করতে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়ন্ত্রিত মধুপুরে আসেন। মানচিত্র দেখিয়ে কাদের সিদ্দিকী সব বুঝিয়ে দেন।

কর্মকর্তাটি বিস্মিত হয়ে যান। তিনি যতটা আশা করেছিলেন মধুপুর তার চেয়ে খানিকটা বেশিই প্রস্তুত। যুদধ শুরু হলো 11 তারিখে। পাকিস্তানি ব্রিগেডের সঙ্গে ভীষণ যুদব্দ যৌথ কমান্ডের। পশ্চাদপসরণ অবশ্যাম্ভাবী হয়ে ওঠে পাকিস্তানিদের জন্য।

পালানোর পথ খুঁজতে থাকে তারা। সাহায্যের আবেদন জানায় সদর দফতরে। আজকের দিনেই চট্টগ্রামে বিমানবন্দর, উপকূলীয় অবকাঠামো, নৌযান ইত্যাদি নিক্রিয় করতে ভারতের নৌবাহিনীর বিমান ও যুদধজাহাজের চূড়ানত তৎপরতা শুরু হয়ে যায়। এদিকে একই দিন মেজর জেনারেল রাও ফরমান আলী পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে জাতিসংঘের মহাসচিব উ থান্টের কাছে এক তারবার্তা পাঠান। সে তারবার্তায় ছিল আত্দ্মসমার্পণের প্রস্তাব।

আরো ছিল পাকিস্তানি সৈন্য ও বেসামরিক অবাঙালি নাগরিকদের নিরাপত্তার অনুরোধ। রাও ফরমান আলী প্রকৃত অবস্থাটি বুঝতে পারলেও বুঝতে চেষটা করেননি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তিনি পালটা তারে উ থান্টকে অনুরোধ করেন ফরমান আলীর অনুরোধ যেন রক্ষিত না হয়। এছাড়া জাতিসংঘে পাকিস্টস্নানি প্রতিনিধি দলের নেতা জুলফিকার আলীকেও এর প্রতিবাদের নির্দেশ দেন। এদিকে জেনারেল মানেক'শ তার মারফত রাও ফরমান আলীকে জানিয়েছেন, পালিয়ে যাওয়ার যে কোনো প্রচেষদ্বার পরিণাম হবে ভয়াবহ।

বিভিল্পম্ন পর্যায়ে এসব চিঠি চালাচালি যখন চলছিল, সেই রাতেই হিলি ও খাদিমনগরে ভয়াবহ যুদব্দের পর রাহুমুক্ত হয় বগুড়া ও ময়মনসিংহ। এ যুদব্দে শহীদ হন অসংখ্য ভারতীয় সৈন্য। এদিন আরো মুক্ত হয় কুষদ্বিয়া ও নোয়াখালী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।