[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]
এখানে আমাকে খুব কম মানুষেই চেনেন। Hardly Anyone. তারপরেও আমি আমার কথা লিখি:
1. কারো উপর প্রচন্ড রাগ করে থাকতে পারিনা। কিংবা রাগ করে থাকলেও যার উপর রাগ করে আছি সে সামনে আসলে রাগ দেখাতে পারিনা।
2.আড্ডা মারতে খু...............উ............ব পছন্দ করি। এই আড্ডা মারার জন্য বাবা মার কাছে আজও গাল খাই।
3. কাউকে বিশেষ করে বন্ধুদেরকে সহজে না বলতে পারিনা। এজন্য আমার মাঝে মাঝেই সমস্যার মধ্যে পরতে হয়।
4. ঝোঁকের মাথায় অনেক কিছু করেই পরে পস্তাই।
5. আমি যখন কোন একটা কাজ বা বিষয় নিয়ে আনেক চিন্তা করি বা পরিকল্পনা করি তখন সে কাজটা আমি করতে পারিনা। কেমন করে যেন সবকিছু আমার প্রতিকূলে চলে যায়।
যার ফলে আমার কাজটি করা হয় না।
আরও অনেক কিছুই আছে কিন্তু আরও অনেক চিন্তা করে লিখতে হবে। এখন মনে করত পারছিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।