আমার ব্যক্তিগত ব্লগ
সবার দেখা দেখি লিখছি, যদিও জানিনা কে কি কারনে শুরু করেছেন। ভুল করে নাক গলালে মাফ চাইছি। আমি মনে করি এই 5টি বিষয় সম্পর্কে সবাই জানেন না।
1। কিছু কিছু ছোট ছোট জিনিসের প্রতি খুব সহজে বোর ফিল করি: যেমন: অফিসে সব সময় একই রকম চায়ের মগে চা খাইনা।
চেনজ করি, ডেস্কটপের পিকচার কয়েক ঘন্টা পর পর অটোমেটিক চেনজ করার ব্যবস্থা করেছি, এক খাবার পর পর 2দিন খেতে ইচ্ছা করে না।
2। কেউ কখনও আমার সাথে খারাপ ব্যবহার করলে তার উপর থেকে মন উঠে যায়: তার সাথে আর কোন রকম সম্পর্ক রাখতে ইচ্ছা করে না।
3। যার সাথেই মিশি, চেষ্টা করি সব সময় তার ভালো দিক গুলো খুজে বের করে সেটাকে প্রাধান্য দিতে, তার সম্পর্কে বলার সময় সব সময় চেষ্টা করি শুধু মাত্র ভালো দিক গুলো বলতে।
4। আমি নালিশ জানাতে পছন্দ করিনা।
5। খুব মন খারাপ হয়, যদি কাউকে দাওয়াত দেয়ার পর সে না আসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।