আমাদের কথা খুঁজে নিন

   

পাখি-01 ( আহা! কি অপরূপ!)

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

আহা! কি সুন্দর! কি সুন্দর! চোখ জুড়িয়ে যায়। অনেক দিন আগে একবার -কেবল একবার দেখেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। এমনই সুন্দর এক পাখি - চোখের মুগ্দতা মনে গেঁথে আছে এখনও। বাংলা করলে দাঁড়ায় স্বর্গের মাঝি ভুক পাখি। ...ঠিক কোন সুনির্দিষ্ট বাংলা নামকরণ হয়েছে কিনা জানিনা।

ইংরেজী নাম...Asian Paradise Flycatcher পাওয়া যায়....Turkmenistan, Afghanistan, Pakistan, India, Nepal, Srilanka, Bangladesh, Burma to Indo-Chinese countries, Mangolia, Manchuria and Lesser Sunda Islands. এ দীঘল লেজের মাঝে যে রূপ ফিকরে বের হচ্ছে তাতে চোখ আপ্লুত হবে না কার বলেন তো! পূর্ণ বয়স্ক একটি পুরুষ ফ্লাইক্যাচারের দেহের দৈর্ঘ্য 20 সেমি এর মত হয়। যদিও লেজ কিন্তু কখনও কখনও 20 সেমি এর চেয়েও বেশী লম্বা হতে দেখা যায়। সাদা এবং রুফোস দুই রঙের ই পাখি দেখা যায়। দু রঙেই তার আলাদা আলাদা সেীন্দর্য আর সেীকার্য। এত সুন্দর একটা পাখি যার মুগ্দতা রয়ে যায় চোখে চিরকালই।

ওহ! খালি রূপ নয় কণ্ঠেও আছে বেশ সুরের ছোঁয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।